হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে পৃথক ঘটনায় বজ্রপাতে ৩ জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুর, ইটনা ও তাড়াইলে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে।

বেলা ১১টায় হোসেনপুরে বাড়ির কাছে গরু আনতে গিয়ে বজ্রপাতে নূরুন্নাহার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জিনারি ইউনিয়নের চরহাজিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

ইটনায় নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে বাদলা ইউনিয়নের মান্দার হাওরে বজ্রপাতের ঘটনা ঘটলে বাবুল মিয়ার মৃত্যু হয়। নিহত বাবুল মিয়া বাদলা ইউনিয়নের বর্শিকুড়া দরগাবাড়ির শুকুর আলীর ছেলে বলে জানা গেছে।

তাড়াইলে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন দুলাল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধলা ইউনিয়নের পাঁচপাড়া বন্দে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন দুলাল ধলা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল গনির ছেলে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন