হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
সোমবার (১ মার্চ) জেলা পুলিশ লাইন্সে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, র‌্যালি, আলোচনা সভা সহ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে র‌্যালি করা হয়। র‌্যালি শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় কিশোরগঞ্জ জেলার ৩৭ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন