হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা আটক

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা আটক

কর্তৃক
০ মন্তব্য 167 ভিউজ

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ভুয়া ঠিকানা ব্যবহার করে  পাসপোর্ট করতে এসে কিশোরগঞ্জে সাদেক হোসেন নামে  এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। কাগজ পত্রে সে বাবার নাম মোহাম্মদ হোসাইন ও মায়ের নাম লতিফা বলে উল্লেখ করে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে এর সত্যতা পাওয়া গেছে।

জানা যায়, সাদেক হোসেন ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি  করে কাগজ পত্র জমা দিয়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে  পাসপোর্ট করতে চেয়েছেন। তার সাক্ষাৎকার নেওয়ার সময় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের জেরায় অবশেষে  নিজে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। পাসপোর্ট করতে কাগজ পত্রে তিনি  জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে তার বাড়ি উল্লেখ করেছেন। এ ব্যাপারে নিয়ামতপুর গ্রামের ইমাম হোসেন নামের এক ব্যক্তি তাকে সাহায্য করেছে বলে জানান তিনি। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন