মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মোঃ পারভেজ মিয়া (নৌকা প্রতীক)। বে- সরকারি ভাবে মোট ২৮ টি কেন্দ্রের মধ্যে ২৭ টি কেন্দ্রে ৪৩৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। প্রাপ্ত ফলাফলে ২৭ টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ২০ হাজার ৯২০ ভোট। তার নিকটতম বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল মিঞা (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৪৮২ ভোট।
স্থগিত হয়ে যাওয়া ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৫২ জন। নির্বাচনের জয়- পরাজয় অনেকটা ওই কেন্দ্রের ফলাফলের ওপরই নির্ভর করছে এখন। কেন্দ্রটিতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা- ধাওয়া, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। যার ফলে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।