কিশোরগঞ্জ প্রতিনিধি :
কটিয়াদীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শুক্রবার রাতে উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত হৃদয়কে আটক করে পুলিশ।
পৌরসভার দড়িচড়িয়াকোনা গ্রামের বাসিন্দা নিহত নিধন মিয়া। টমটম চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। বড় ছেলে হৃদয় মিয়া নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চড়িয়াকোনা বাজার থেকে বাড়ি ফিরছিলেন নিধন মিয়া। এ সময় বাড়ির পাশে রাস্তায় বাবার কাছে টাকা দাবি করেন হৃদয়। টাকা না পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বাবাকে। পরে লোকজন নিধন মিয়াকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাতে অভিযান চালিয়ে পুলিশ ঘাতক হৃদয় মিয়াকে আটক করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রতন মিয়া বাদী হয়ে আজ শনিবার (২ অক্টোবর) সকালে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদত হোসেন বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
