মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলায় ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।তবুও করোনা সংক্রমণ নিয়ে ভ্রুক্ষেপ নেই জন সাধারণের। সামাজিক দূরত্ব বজায় কিংবা নিয়ম না মানার নিয়মে এখনো আবদ্ধ আছে মানুষ। জেলায় এ পর্যন্ত ৩৮২০ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার নতুন করে করোনা সংক্রমণ সনাক্তের এ তালিকায় জেলার সদর উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ১৬ জন ও বাজিতপুর উপজেলায় ৫ জন রয়েছে। ২৪ ঘন্টায় কেউ করোনাভাইরাস থেকে সুস্থ হয়নি।
করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ তথ্যানুযায়ী কিশোরগঞ্জ জেলার উপজেলা ভিত্তিক, সদর উপজেলার ১৩৯৪ জন, কুলিয়ারচর উপজেলায় ১৬৩ জন, হোসেনপুর উপজেলার ৯৮ জন, করিমগঞ্জ উপজেলায় ১৬২ জন, তাড়াইল উপজেলায় ১৩০ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৯৯ জন, কটিয়াদী উপজেলায় ২৬১ জন, ভৈরব উপজেলায় ৯২৫ জন, নিকলী উপজেলায় ৫৭ জন, বাজিতপুর উপজেলায় ৩১৯ জন, ইটনা উপজেলায় ৩৪ জন, মিঠামইন উপজেলায় ৪৬ জন, ও অষ্টগ্রাম উপজেলায় ৩২ জন। আক্রান্তদের মধ্যে ৩৫৭৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। বাকিরা আইসোলেশন কিংবা হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছে।
এ পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়ে এ কিশোরগঞ্জে এক শিশুসহ ৬৬ জনের মৃত্যু হলেও চলাচলে জনসাধারণকে দেখা যাচ্ছেনা সামাজিক দূরত্ব বজায় কিংবা মাস্ক পরিধান করতে। নিতান্ত খুব বেশি সচেতন ব্যাক্তি ছাড়া করোনা প্রতিরোধে কোথাও কারো দেখা যায় সচেতনতা।