হোম ফিচার কিশোরগঞ্জে নার্সদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত সিনিয়র নার্স শফিক মিয়ার ওপর হামলার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সরা।

এ ঘটনায় আজ সোমবার দুপুরে ঘন্টব্যাপী কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দায়ের করা হয়েছে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ।

জানা যায়, রবিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে ছিনাতাইকারীর ছুরিকাঘাতে আহত এক রোগীকে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন যুবক।

সে সময় হুইল চেয়ারে রোগী নেওয়াকে কেন্দ্র করে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হাজীর ছেলে তমালসহ হাসপাতালের জিনিসপত্র ভাংচুর ও সিনিয়র স্টাফ নার্স শফিক মিয়ার উপর হামলা চালিয়ে মারধর করে।

সোমবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে হাসপাতালের নার্সেরা।

মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে আন্দোলনকারীরা স্ব- স্ব দায়িত্বে ফিরে যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন