কিশোরগঞ্জ প্রতিনিধি :
মোটর সাইকেলে পাচারের সময় কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ও একটি মোটর সাইকেলসহ মো. হৃদয় মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে।
শুক্রবার (২৪ জুন) দুপুরে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক হওয়া যুবক মো. হৃদয় মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের মো. হবি মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, মো. হৃদয় মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুন) দুপুর ১টায় কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় সন্দেহভাজন মোটর সাইকেল আরোহী মো. হৃদয় মিয়াকে তল্লাসি করে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা একটি মোবাইল ও একটি মোটর সাইকেলজব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করেন।