হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে দরিদ্র পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে উড়ান ফাউন্ডেশন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

উড়ান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কিশোরগঞ্জে দরিদ্র পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। উড়ান ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে কিশোরগঞ্জের এক ঝাঁক কিশোর- কিশোরী শিক্ষার্থী দরিদ্রদের মাঝে এ ইফতার বিতরণ করে। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে উড়ান ফাউন্ডেশনের কিশোর- কিশোরী সদস্যরা স্বাস্থ্য সম্মতভাবে ইফতার তৈরী করে কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদ এলাকায় ১৩০ জন দরিদ্র রোজাদার পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন ফাতিমা ইশরাত অরণী, সাদমান ভূঁঞা জামি, সুমাইয়া ইসলাম পৃথিলা, তাসিন রানা সামি, কানিজ ফাতিমা মীম, সুরাইয়া শম্পা, খন্দকার সিয়াম, আশিক সারোয়ার, তানভী আহমেদ তানিম প্রমুখ। ইফতার বিতরণ শেষে উড়ান ফাউন্ডেশনের সদস্যরা দরিদ্র রোজাদার পথচারীদের জন্য সমাজের বিত্তবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন