কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি মোঃ শরীফুল আলম।
জেলা জাসাস এর সহ- সভাপতি খুর্শেদ আলম আঙ্গুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ- সভাপতি রুহুল আমিন আকিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসিম সরকার বাধন প্রমুখ।
আলোচনা সভা শেষে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
s
