হোম অন্যান্যসারাদেশ কা‌লিগ‌ঞ্জে দু‌র্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির রি‌ফ্রেসার্স প্র‌শিক্ষণ অনুষ্ঠিত

কা‌লিগ‌ঞ্জে দু‌র্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির রি‌ফ্রেসার্স প্র‌শিক্ষণ অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 93 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি :

সাতক্ষীরা কা‌লিগঞ্জের ৪নং দ‌ক্ষিণ শ্রীপুর ইউ‌নিয়‌নে দু‌র্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টি‌র সদস্য‌দের অংশ গ্রহনে দুইদিন ব্যাপী দায়িত্ব ও কর্তব্য বিষয়ক রি‌ফ্রেসার্স প্র‌শিক্ষণ ২৩জুন মঙ্গলবার সকাল ১০টায় ইউ‌নিয়ন প‌রিষদ হল রু‌মে অনু‌ষ্ঠিত হয়। প্র‌শিক্ষ‌ণের শুরু‌তে ক‌রোনা ভাইরাস প্রতিরোধে সদস্য‌দের মা‌ঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস , হেড সেফ‌টি নেট , হ্যান্ড স্যা‌নিটাইজার বিতর‌ণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রে‌খে প্রশিক্ষণ কর্মশালা উ‌দ্বোধন ক‌রেন ইউ‌নিয়ন দু‌র্যোগ ব্যবস্থাপনা কমি‌টির সভাপ‌তি ও ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার। তিন বলেন বিশ্বব্যা‌পি মহামারী ক‌রোনা ভাইরাস প্রাদুর্ভা‌বের কার‌ণে জনজীবন আজ হুম‌কির মু‌খে।ক‌রোনা ভাইরাস মোকা‌বিলায় আমা‌দের স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চল‌তে হ‌বে। সামা‌জিক দূরত্ব বজায় রাখা, মু‌খে নিয়‌মিত মাস্ক পর‌ে বাহির হওয়া, ২০সে‌কেন্ড ধরে ক‌য়েকবার সাবান দি‌য়ে হাত ধু‌তে হ‌বে।
প্রশিক্ষণ কর্মশালায় নবযাত্রা প্রক‌ল্পের এফ এফ পূ‌র্ণিমা বৈরাগী ও এফ এফ জাহাঙ্গীর আলম সেশন প‌রিচালনা ক‌রেন। প্র‌শিক্ষ‌ণে ক‌রোনা ভাইরাস মোকা‌বিলায় উপজেলা প্রশাস‌ন কর্তৃক ক‌রোনা পরি‌স্থি‌তি লকডাউন, জানাজা , দাফন ও সৎকারের পদ্ধ‌তি (ভার্সন -১)।এছাড়াও দু‌র্যো‌গের প‌রিভাষা , দু‌র্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির দায়িত্ব ও কর্তব্য , সং‌কেত সমূহ, জরুরী সাড়াপ্রদান, আশ্রয় কেন্দ্র রক্ষনা‌বেক্ষন, সমাজ ভি‌ত্তিক ও অর্ন্তভু‌ক্তিমূলক দু‌র্যোগ ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার, বিষয়গু‌লি আ‌লোচনা করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন দ‌ক্ষিণ শ্রীপুর ইউনিয়‌ন দু‌র্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির সদস্য স‌চিব আলকাজ আলী , গ্রাম আদালত সহকারী নূর হো‌সেন , ইউপি সদস্য ম‌নিরুল ইসলাম মন্টু সহ ইউ‌ডিএম‌সি সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন