হোম আন্তর্জাতিক কাশ্মীর হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা

কাশ্মীর হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এক প্রেস বিবৃতিতে তারা হামলাকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিয়েছে। একইসঙ্গে, এই হামলার পেছনে যারা যেকোনোভাবে সহযোগিতা করেছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছে পরিষদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পাহেলগাম এলাকায় চালানো এ হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। আহত হন আরও অনেকেই। হামলায় নিহতদের অধিকাংশই ছিলেন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটক।

১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদ একমত হয়ে একটি প্রেস বিবৃতি জারি করে জানায়, এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আলোকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা সকল রাষ্ট্রকে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানায়, যেন দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা যায়।

প্রসঙ্গত, প্রেস বিবৃতি হচ্ছে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সভাপতির মাধ্যমে প্রকাশিত আনুষ্ঠানিক বক্তব্য, যা সব সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমেই জারি হয়। এ বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি ভারত ও নেপাল সরকারকেও সমবেদনা জানায় নিরাপত্তা পরিষদ। আহতদের দ্রুত সুস্থতা কামনাও জানানো হয়।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে। ফলে এই বিবৃতি পাসের জন্য পাকিস্তানের সম্মতিও প্রয়োজন ছিল।

এই ঘটনাকে দুই দশকের মধ্যে কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে বিবেচনা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন