আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।
ভারত ও পাকিস্তান ২০২১ সালে এই অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এর পরেও একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করা হয়েছে।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পাহাড়ি শহর পেহেলগামের কাছে এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এই গোলাগুলির ঘটনা ঘটলো।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের এক কর্মকর্তাও রাতভর দুই পক্ষের মধ্যে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের ঝিলম উপত্যকা জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি এএফপি সংবাদ সংস্থাকে বলেন, ‘লিপা উপত্যকায় রাতভর পোস্ট-টু-পোস্ট গুলিবর্ষণ চলছে।’
গিলানি বলেন, ‘বেসামরিক জনগণের উপর কোনো গুলিবর্ষণ হয়নি। জীবনযাপন স্বাভাবিকভাবে চলছে। স্কুল খোলা রয়েছে।’
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রশাসনিক কেন্দ্র মুজাফফারাবাদ শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পূর্বে ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অবস্থিত লিপা উপত্যকা।