নিজস্ব প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে তালা উপজেলার কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসায় অভিভাবক সদস্য’র ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যান্ত চলে এ ভোট গ্রহন কার্যক্রম।
নির্বাচনে পিজাইটিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায়, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, আ”লীগ নেতা সরদার শরিফুল ইসলাম , গাজী আব্দুর ছাত্তার, কৃষকলীগ নেতা বিধান সহ স্থানীয় আ”লীগ নেতৃবৃন্দ।
নির্বাচনে মোট ২৭৫ টি ভোট চুড়ান্ত করা হয়। প্রায় শতাধিক ভোটের ব্যাবধানে সরদার শরিফুল ইসলামের প্যানেলকে পরাজিত করে সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমানের প্যানেল জয়ী হয়।
অভিভাবক সদস্য পদে জয়ী হলেন যারা, ফুটবল প্রতিকের প্রার্থী আব্দু্ল্লাহ সরদার (১০৩) ভোট, ছাতা প্রতীকে শফিকুল ইসলাম (৯৫) ভোট , মাছ প্রতিকে হাফিজুর রহমান(৯৫) ভোট, দোয়াত কলম প্রতিকে মো.রহমত আলী মোল্যা(৪৮) ভোট, এবং কলস প্রতিকে সংরক্ষিত মহিলা প্রার্থী মোছা সাথী আক্তার (১৪৩) ভোটে জয়লাভ করে। বিজয় শেষে মোজাফফর রহমান অতিদ্রুত মাদ্রাসার অবকাঠামোর সার্বিক উন্নয়ন করবেন বলে আসস্থ করেন।