হোম অন্যান্যসারাদেশ কাল জেলা পরিষদ নির্বাচন, মনিরামপুর-কেশবপুরে প্রতিদ্বন্দ্বীতায় ৫ প্রার্থী

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

জেলা পরিষদ যশোরের নির্বাচন কাল। সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহন। জেলা পরিষদের সংরক্ষিত এরিয়া-২ (মনিরামপুর-কেশবপুর) এবং সাধারন ৭ নং ওয়ার্ড (মনিরামপুর) ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাধারন ৭ নং ওর্য়াডে প্রতিদ্বন্দ্বীতা করছেন হাতি মার্কা নিয়ে গৌতম চক্রবর্তী এবং টিউবওয়েল মার্কা নিয়ে শহিদুল ইসলাম মিলন। ৭ নং ওয়ার্ডে মোট ভোটার ২৩৭ জন। সংরক্ষিত ২ (মনিরামপুর-কেশবপুর) এর প্রার্থী রুকসানা ইয়াসমীন পান্না (দোয়াতকলম মার্কা), তাসরিন সুলতানা শোভা (ফুটবল) এবং নাদিরা বেগম (মাইক) মার্কা। দুই উপজেলায় সংরক্ষিত আসনে ভোটার সংখ্যা ৩৯৬ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন