রাজনীতি ডেস্ক:
চলমান পরিস্থিতিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল (রোববার) ঢাকার দুই সিটি করপোরেশনের সব ওয়ার্ডে জমায়েত এবং সকল নগর ও মহানগরে জমায়েতের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি।
এর পরদিন সোমবার (৫ আগস্ট) সারাদেশে শোক মিছিল করবে আওয়ামী লীগ। কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।