হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ শহরের কাচামাল হাটার প্রবেশ মুখে গর্ত, চলাচল কারীদের দূর্ভোগ।

শিপলু জামান , ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাঁচামাল হাটার প্রবেশ মুখে দীর্ঘ্য দিন যাবৎ কালভার্ট নির্মানের জন্য গর্ত করে রাখায় তৈরি হয়েছে জলাবদ্ধতার । যার কারনে চলাচল কারীরেদর পড়তে হয়েছে দারুন বিড়ম্বনায়।

স্থানীয়রা জানান প্রায় মাস দুয়েক আগে কালভার্ট নির্মানের জন্য গর্ত করে রাখে। কিন্তু এত দিন হয়ে যাওয়ার পরও কালভার্ট টি নির্মান করা হয়নি। যার ফলে রাস্তাটি দিয়ে চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে। গর্তটির ভিতরে পানি জমে তৈরি হয়েছে র্দূগন্ধের , বাসা তৈরি করেছে এডিস মশা। রাতের আধারে স্থানটিতে যথেষ্ট আলো না থাকায় প্রায়শয় ঘটছে ছোটখাঠো দূর্ঘটনা

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, কালভার্টটি নির্মানের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। দ্রæতই সমস্যাটির সমাধান হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন