হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে ৫শত ৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎষ্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ২০২১-২২ অর্থ বছরের বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে ও পুকুরে ৫শত ৫৫ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ২০২১ জাতীয় মৎস্য সপ্তাহের পদকপ্রাপ্ত মোঃ সফিকুল ইসলাম সহ মৎস্য দপ্তরের কর্মকর্তাবন্দ, জনপ্রতিনিধি প্রমূখ।

উপজেলা মৎস্য সপ্তাহ কালীগঞ্জের ব্যবস্থপনায় ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাচেটের আওতায় কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্লাবন ভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্রাতিসষ্ঠানিক ও জলাশয়ে রুই জাতীয় সাদা মাছের পোনা অবমুক্তোর আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুর, নলতা মাজার শরীফ পুকুর সহ বিভিন্ন ইউনিয়নে পরিবহনের মাধ্যমে মাছের পোনা নিয়ে জলাশয়ে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে এবছর কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম জাতীয় মৎস্য পদক ২০২১ পেয়েছেন।

কালীগঞ্জ উপজেলায় করোনাকালীণ সময়ে অনলাইন ফিস মার্কেটিং সেবা চ্যানেল ২৪ ও বিডি নিউজ ও বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের পর বাণিজ্য মন্ত্রনালয় কালীগঞ্জের এই অনলাইন মার্কেটিংটি সারাদেশে মডেল হিসাবে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেয়।

তিনি অনলাইন ফিস মার্কেটিং ও স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষন, উন্নয়ন এবং সম্প্রসারণ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অবদানের জন্য এই পদক গত রবিবার ঢাকা উসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর কাছ থেকে পদক ও সনদ গ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন