কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ নির্বাচন কমিশন এর আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এর সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কালিগঞ্জ সরকারি কলেজে ভোটগ্রহণের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী।
তিনি বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করার জন্য সকলে একটি টিমওয়ার্ক এর মাধ্যমে কাজ করতে হবে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
তিনি বলেন নির্বাচন এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, নিজের নৈতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করতে সহযোগিতা করবে নির্বাচনের সময় প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ-বিজেপি, রেপিড একশন ব্যাটেলিয়ন আনসার ভিডিপি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মাঠে থাকবেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব রুহুল আমিন মল্লিক।
তিনি বলেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নৈতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে, এজন্য আপনাদেরকে সাহসী এবং ন্যায় পরায়ণ হতে হবে। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা ঘটলে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।
প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি )রোকনুজ্জামান বাপ্পি, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অনুস গাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডাক্তার মনোজিৎকুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
