কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে খুলনা জেলার রুপসা থানার অন্তর্গত শিয়ালী গ্রামের হিন্দু পাড়ায় পটুয়াখালীর কলাপাড়া রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়া আদিবাসী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর মন্দির ভাঙচুর লুটপাট ভূমি জবর দখলের প্রতিবাদে ১১ ই আগস্ট বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোবিন্দ মন্ডল এর সভাপতিত্বে সমাবেশে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু সজল মুখার্জি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, কোষাধ্যক্ষ বরুণ কুমার ঘোষ, মৌতলা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, সাধারণ সম্পাদক হিন্দু-বৌদ্ধ উপ-পরিষদ অসিত সেন, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিত সরকার, নলতা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুরঞ্জন স্বর্ণকার, ধলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির বিশ্বজিৎ ঘরামি সহ ১২ টি ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রুপসা থানার অন্তর্গত শিয়ালী গ্রামে মন্দির ভাঙচুর ও নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি অন্যান্য স্থানে নির্যাতন ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কালিগঞ্জ উপজেলার ড্যামরাইল গ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজেবি) লাল পতাকা টানিয়ে হিন্দুদের ঘরবাড়ি তুলে দিয়ে ক্যাম্প করার যে পরিকল্পনা করেছে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। যাতে ওই এলাকায় তাদের ঘরবাড়ি না উঠিয়ে যাতে শান্তিতে বসবাস করতে পারে।