ঝিনাইদহ অফিস :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত দুইটি অসহায় পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমানের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন ওই দুটি পরিবারের স্বজনদের হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেন।
উল্লেখ্য, গত তিন সপ্তাহ আগে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারবাজার নামক স্থানে বাস ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছিল।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, ওই দিন দূর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সহ তিনি ঘটনাস্থলে যান। এরপর জেলা প্রশাসক দূর্ঘটনায় নিহত ভ্যান চালক মহিদুল ইসলাম ও দুঃস্থ মহিলা তাসলিমা বেগমের পরিবারের খোঁজ খবর নিয়ে ওই দুটি পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসেন। এরই প্রেক্ষিতে গতবৃহস্পতিবার নিহত ভ্যান চালকের পুত্র হাফিজুর রহমান ও তসলিমার স্বামী মোশারফের হাতে ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল আল মাসুম, সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ ও সাংবাদিক আরিফ মোল্ল্যা ।