হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জে সরকারি জমিতে বাড়ি করে রেকড়ীয় জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ

কালীগঞ্জে সরকারি জমিতে বাড়ি করে রেকড়ীয় জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

ঠাকরুন তলা সরকারি খাস খালের পাড় দখল করে কথিত ভূমিহীন নামধারী ব্যক্তিরা বাড়িঘর নির্মাণ করে ব্যক্তি মালিকানাধীন রেকড়ীয় জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভূমি মালিকগন এবং অবৈধ খাসখাল দখলকারী কথিত ভূমিহীনদের মধ্যে মুখোমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিয়ে ভুক্ত ভোগি ভূমি মালিক জিন্নাত শেখের অভিযোগের প্রেক্ষিতে কথিত ভূমিহীনরা উপজেলা সদরে এসে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পাল্টা অভিযোগ করে রাস্তা বহাল রাখার দাবি জানান। ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের মাঠ চত্বরে।

উক্ত অভিযোগ ও প্রতিবাদ সমাবেশের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জ এর আজহার আলী গত সোমবার বেলা ১২ টার সময় ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানএবং বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিষয়টি সরেজমিনে দেখতে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার সময় ঘটনাস্থলে গেলে নিজদেবপুর গ্রামের শাহাদাত হোসেন, জিন্নাত আলী, জিয়াউর রহমান, আক্কাস আলী গাজী, আব্দুল গাফফার,গোলাম মোস্তফা সহ এলাকার নারী-পুরুষ সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান নিজদেব পুর মৌজার আর, এস ১৪০ নং খতিয়ানের ৬২২, ৬২৪ ও ৬২৬ দাগের মধ্যে রেকর্ডিও ২ বিঘা জমি রায়পুর গ্রামের জিন্নাত আলী শেখ ভেড়ী বাঁধ দিয়ে মৎস্য ঘের করে আসছে। উক্ত জমির পাশ দিয়ে ঠাকরুনতলা সরকারি খাসখাল বয়ে গেছে।

খালের পাশে কেনা নামেরএক কথিত ভূমিহীন পাকা ঘর নির্মাণ করা ছাড়া ও ব্যক্তি রেকর্ডিং জমিদখল করে ওই খালের দু,পাশ দিয়ে ভূমিহীন নামধারী কথিত ভূমিহীনরা রাতারাতি বাড়িঘর নির্মাণ করে খালের সরকারি খাস জমির দু,পাশের জায়গা দখল করে দীর্ঘ দুই যুগ তাদের নিয়ন্ত্রণে রেখেছে বলে ভুক্তভোগীরা জানান। যার ফলে কথিত ভূমিহীনরা রেকর্ডীয় জমি মালিকের জমি দখল করে রাস্তা হিসাবে ব্যবহার করে আসছে। এ কারণে ভুক্তভোগী জমি মালিকগণ এই সমস্ত অবৈধ দখলদারদের হাত থেকে জমি দখল করতে গেলে এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে ।

এ ব্যাপারে এলাকার ভূমি মালিকরা সরকারি জমিতে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে অবৈধ দখলদার কথিত ভূমিহীনদের উচ্ছেদের জর দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের তদন্ত পূর্বক আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন