কালিগঞ্জ প্রতিনিধি :
ঈদে বাজার করতে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী একসাথে যাওয়ার পথে সাতক্ষীরা -কালিগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ সরকারি কলেজ মোড় নামক স্থানে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকি পড়ে ঘটনাস্থলে স্ত্রী রেহেনা খাতুন মারা গেলেও চালক স্বামী নয়ন শেখ রক্তাক্ত জখম হয়ে যাত্রায় বেঁচে যায়।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার( ১১ এপ্রিল) বেলা ১১ টার সময় কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কের কালিগঞ্জ কলেজ মোড নামক স্থানে। নিহত গৃহবধূর নাম রেহানা খাতুন (২২) শ্যামনগর থানার আবাদ চন্ডিপুর গ্রামের নয়ন শেখের স্ত্রী।
ওই সময় গুরুতর আহত স্বামী নয়ন শেখ কে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপরিদর্শক নকিব পানু ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যশোর ট ১১- ৩৩১৮ নং একটি বালু বাহি ট্রাক শ্যামনগর অভিমুখে যাওয়ার পথে কালীগঞ্জ কলেজ মোড় নামক স্থানে শ্যামনগর থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা লেগে রাস্তায় ছিটকি পড়লে চলন্ত ট্রাক চাপা দিলেই ঘটনাস্থলে মারা যায়। ওই সময় অল্পের জন্য স্বামী নয়ন চেক বেঁচে যায়।