হোম খুলনাঝিনাইদহ কালীগঞ্জে মোটর মালিক সমিতির চেক বিতরণ

কালীগঞ্জে মোটর মালিক সমিতির চেক বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

শিপলু জামান:

ঝিনাইদহের কালীগঞ্জের বিশিষ্ট পরিবহন ও ভুষিমাল ব্যবসায়ী নিত্য নন্দন শাহের মৃত্যুতে তার পরিবারের কাছে চেক হস্তান্তর করেছে কালীগঞ্জ মোটর মালিক সমিতি । শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ টার দিকে ১ লক্ষ টাকার চেক নিত্য নন্দন শাহের পরিবারের কাছে প্রদান করেন মোটর মালিক সমিতি ।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ¦ ফরিদ উদ্দিন , সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপন , সহ সাধারন সম্পাদক আলহাজ¦ গোলাম সরোয়ার পটু , সহ সাধারন সম্পাদক শিপলু জামান , কোষাধক্ষ্য সুজাউদ্দৌলা , সড়ক সম্পাদক সেলিমুজ্জামান বল্টু , সড়ক সম্পাদক (বাস) মিজানুর রহমান , নির্বাহি সম্পাদক রফিকুল ইসলাম মন্টু , মাসুদ মিয়া প্রমুখ ।

সে সময় মোটর মালিক সমিতির নেতারা নিত্য নন্দন শাহের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেন ।

উল্লেখ্য , নিত্য নন্দন শাহ শনিবার (২৫ জানুয়ারী) নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন । তিনি উপজেলার বিশিষ্ট ভুষিমাল ব্যবসায়ী ও শাপলা পরিবহনের মালিক ছিলেন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন