শিপলু জামান:
ঝিনাইদহের কালীগঞ্জের ভাঘুটিয়া মসজিদ উন্নয়নের জন্য আর্থিক চেক প্রদান করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন । শুক্রবার (২৪ জানুয়ারী) জুমার নামাজ শেষে এ চেক বিতরন করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান ।
সে সময় বাঘুটিয়া মসজিদ কমিটির সাধারন সম্পাদক বসির উদ্দিন ও মসজিদটির ইমাম ও মুসল্লিদের সামনে চেক গ্রহন করেন ।
চেক গ্রহন করে ভাটপাড়া মসজিদ কমিটির সভাপতি মো: আব্দুল কাদের জানান , মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেক গ্রহন করে আমরা আনন্দিত । এ টাকা মসজিদ উন্নয়নে ব্যয় করা হবে ।
চেক বিতরন শেষে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান বলেন , সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন বিভিন্ন মসজিদে ধারাবাহিকভাবে কাজ করছে । এটি তারই অংশ ।
চেক বিতরন ও জুমার নামাজ শেষে কালীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শিপলু জামানের পিতা মরহুম সদর উদ্দিন বিশ্বাসের জন্য দোয়া অনুষ্ঠিত হয় ।