হোম খুলনাঝিনাইদহ কালীগঞ্জে মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের আর্থিক চেক বিতরণ

কালীগঞ্জে মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের আর্থিক চেক বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

শিপলু জামান , কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুন্সি মোহসানিয়া মসজিদ উন্নয়নের জন্য আর্থিক চেক প্রদান করেছে সদর উদ্দিন বিশ^াস ফাউন্ডেশন । গতকাল (শুক্রবার) জুম্মার নামাজ শেষে ফাউন্ডেশনটির পক্ষ থেকে আর্থিক চেক প্রদান করেন সদর উদ্দিন বিশ^াস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান । সে সময় আর্থিক চেক গ্রহন করেন মুন্সি মোহসানিয়া মসজিদের সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু ও কোষাধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান ।

আর্থিক চেক গ্রহন শেষে মসজিদ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু জানান , পূর্বেও সদর উদ্দিন বিশ^াস ফাউন্ডেশন মসজিদ উন্নয়নের চেক প্রদান করেছিল । এটি নিঃসন্দেহে মহত উদ্যোগ ।

এ ব্যাপারে সদর উদ্দিন বিশ^াস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান জানান , যেকোন উন্নয়নমূলক কাজে সদর উদ্দিন ফাউন্ডেশন সব কাজ করে । আমাদের এ কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন