হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি:

ইসমাইল হোসেন নামে হেফজ বিভাগের ১ মাদ্রাসা ছাত্র বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু বরণ করেছে। নিহত মাদ্রাসা ছাত্র ইসমাইল (১২)হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পুরাতন মৌতলা বাজার এলাকার শেখ শাহজাহান আলীর পুত্র এবং রায়পুর ইফতেদায়ী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১ টার সময় কালীগঞ্জ উপজেলার পুরাতন মৌতলা বাজার এলাকায়।

নিহত ছাত্রের পরিবার সূত্রে এবং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল সাংবাদিকদের জানান গতকাল ছুটি থাকায় ইসমাইল হোসেন সকালে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে সে ঘরের ফ্যান চালু করার জন্য সুইচবোর্ডে হাত দেয় ওই সময় বিদ্যুৎপৃষ্ঠে সে মারা যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ সাকির হোসেন তাকে মৃত্যু ঘোষণা করে বলেন হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন