হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও সুজনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

‌বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখা এবং সুজন সুশাসনের জন্য নাগরিক কালীগঞ্জ উপজেলা শাখা কমিটির আয়োজনে খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাঙচুর নির্যাতনের প্রতিবাদে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।

১৩ আগস্ট শুক্রবার বিকাল সায়ে ৪টায় কালিগঞ্জ কাকশিয়ালী নদীর পাশে বঙ্গবন্ধু ম্যুরাল এর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুজন সুশাসনের জন্য নাগরিক কালীগঞ্জ উপজেলা শাখা কমিটির সহ সভাপতি সাংবাদিক শেখ আনোয়ার হোসেন এর সভাপতি ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য সাংবাদিক এস এম আহমদ উল্লাহ বাচ্চু ,শেখ মোদাচ্ছের হোসেন জান্টু ,মোঃ জাহাঙ্গীর হোসেন ,দি হাঙ্গার প্রজেক্ট-এর আনিসুর রহমান সহ সুজনের সদস্য বৃন্দ। অন্যদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট ,কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ,সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কালিগঞ্জ বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল সরদার এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র মন্ডল, তাপস কুমার ,চণ্ডীচরণ মন্ডল ,তারক সরকার ,সিদাম প্রমুখ বক্তারা সংখ্যালঘু নির্যাতন ,মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন