কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুরহাট খোলায় অমলেন্দু মন্ডলের ইলেকট্রনিক্স দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যক্তিরা চোর সন্দেহে শেখ নুর আমিন নামে এক যুবককে ধরে কালিগঞ্জ থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে (৬ নভেম্বর) রাতে পুলিন বাবুর হাটখোলায়।
স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানা যায় পুলিন বাবুর হাটখোলায় অমলেন্দু মন্ডলের ইলেকট্রনিক্স দোকানে শুক্রবার দিবাগত গভীর রাতে চুরি সংঘটিত হয় তার দোকান থেকে চুরি করে নিয়ে যায় পাওয়ারপয়েন্ট মাইক ইলেক্ট্রনিক্স সরঞ্জামসহ প্রায় ২০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। চুরি হওয়ার পর দোকানের মালিক সহ জানাজানি হলে স্থানীয়রা খোঁজখবর নিতে থাকে।
এসময় সকালে কুশুলিয়া গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে ও কুশুলিয়া ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ সিরাজুল ইসলামের ভাইপো শেখ নুর আমিন বয়স (১৪) দোকানের পাশে ফেলে যাওয়া পায়ের জুতা নিতে আসে।
এসময় স্থানীয়রা দোকানে চুরি করার জন্য তাকে সন্দেহ করে চুরির অভিযোগে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কালিগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করেছে বলে জানা গেছে।
