অনলাইন ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও লেগুনার সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।
সোমবার (২৬ জুন) রাত ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মী কাজী জাহাঙ্গীর আলম জানান, রাত ৮ টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ২ জন নিহত হন। আহত হয় ৪ জন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহত একজনের নাম কালাম। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।