ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে দিন-দুপুরে স্বপ্না খাতুন নামের এক এনজিও কর্মীর টাকার ব্যাগ ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে ।বুধবার সকাল নয়টার দিকে পাইকপাড়া গ্রামের নলডাঙ্গা রোডে এ ঘটনা ঘটে ।
স্বপ্না খাতুন জানান, একটি এনজিওর ক্রেডিট অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি ।বুধবার সকালে পাইকপাড়া গ্রামে অফিসের টাকা আদায়ের জন্য ভ্যান গাড়িতে যাচ্ছিলেন। নলডাঙ্গা রোডে পৌছালে পালসার মোটরসাইকেলে আগে থেকে অনুসরন করা দুই যুবক ভ্যানগাড়ির বাম পাশ থেকে তার ব্যাগ টান দিলে স্বপ্না খাতুন মাটিতে পড়ে যায় ।পড়ে গিয়ে আহত স্বপ্না খাতুন চিৎকার করে হাতের ব্যাগ রক্ষার চেষ্টা করেন।এসময় ভ্যান চালক এগিয়ে এসেও ব্যাগ রক্ষা করা সম্ভব হয়নি ।দুর্বত্তরা ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ।
এ ঘটনার পর স্থানীয়রা আহত স্বপ্না খাতুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গেছে স্বপ্না খাতুন পায়ে চোট ও বাম হাতে ব্যাথা পেয়েছেন ।
কালীগঞ্জ থানার এস আই হুমায়ন জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম । আশে-পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারী সনাক্তের চেষ্টা চলছে ।