হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় কালীগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুল এর সামনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা ল্যাবরেটরী স্কুলের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সামিরা খন্দকার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, আমার কুটির নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী মাহফুজা খানম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, বিশেষ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ,বাংলাদেশের উন্নয়ন বিশ্বের বুকে রোল মডেল। নারীরা সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে রাজনীতি চাকরি ব্যবসা বাণিজ্য সকল বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমাজ কল্যাণ সমিতির মধ্যে পাঁচটি নারী উন্নয়ন সংগঠন কে ২০২০ ও ২০২১ অর্থবছরের অনুদানের চেক প্রদান করা হয় । সংগঠনগুলি হল উপজেলা লেডিস ক্লাব কে ৪০০০০ হাজার টাকাষ মিশন মহিলা উন্নয়ন সংস্থা কে ৩০০০০ হাজার টাকা আমার কুটির মহিলা উন্নয়ন সংস্থা কে ৩০০০০ হাজার টাকাষ দুর্জয় নারী উন্নয়ন সমিতি কে ২৫০০০ হাজার টাকাষ ও ঊষা মহিলা উন্নয়ন সংস্থা কে ২৫০০০ টাকা ষসর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন