হোম খুলনাঝিনাইদহ কালীগঞ্জে ছেলেকে না পেয়ে মাকে পিটিয়ে আহত, এসময় সাবেক সেনা সদস্যকেও বেধড়ক মারপিট ,চাঁদা দাবি

কালীগঞ্জে ছেলেকে না পেয়ে মাকে পিটিয়ে আহত, এসময় সাবেক সেনা সদস্যকেও বেধড়ক মারপিট ,চাঁদা দাবি

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ

শিপলু জামান, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরিয়াদকাঠি গ্রামের জহুরা বেগম (৪৫) নামের এক মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে । ১৬ জানুয়ারী সন্ধার পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে ।এ ঘটনায় আহত জহুরা বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।একই সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকেও মারপিটের অভিযোগ উঠেছে ।

থানার অভিযোগ থেকে জানা যায় ,১৬ জানুয়ারী মঙ্গলবার সন্ধা ৭.৩০ মিনিটের দিকে উপজেলার ওয়াজেদ আলীর ছেলে জসিম উদ্দিন ও মঙ্গলপৌতা গ্রামের ইসহাকের ছেলে ঠান্ডুর নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি জহুরা বেগমের বাড়িতে এসে তার ছেলে বিল্লাল হোসেনকে খোজা খুজি করতে থাকে ।এ সময় তারা বিল্লাল হোসনকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে বিল্লাল হোসেনের মা তাদের তাদের গালি দিতে নিষেধ করলে তারা বিল্লালের মায়ের উপর চড়াও হয় ।মাটিতে ফেলে কিল ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে তারা ।ঘটনার সময় বিল্লাল হোসেনের পিতা শুকুর আলী তাদের বাধা দিতে আসলে তাকে মাটিতে ফেলে বেধড়ক পিটিয়ে আহত করে তারা । এসময় তারা চিৎকার করে মোটা অংকের টাকা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করে ।এ ঘটনায় জহুরা বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় ১৬ জানুয়ারী রাতেই একটি অভিযোগ দায়ের করেন ।এ ঘটনার ১ ঘন্টা পর উপজেলার পারখির্দ্দা গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওসমান গনির উপর হামলার অভিযোগ উঠেছে ।জসিম উদ্দিন ও ঠান্ডুর নেতৃত্বে ওই ১০-১২ জনের দলটি সাবেক এ সেনা সদস্যের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন ।হামলার ব্যাপারে ওসমান গনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ।উল্লেখ্য জসিম উদ্দিন এলাকায় মাদক সেবী ও চিহ্নিত চাঁদাবাজ হিসাবে পরিচিত ।

এ ব্যাপারে জহুরা বেগম জানান ,আমার ছেলে মঙ্গলপৈতা বাজারে জসিমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে কর্মরত ছিল।বেতন নিয়ে বনিবনা না হওয়ায় আমার ছেলে চাকুরি ছেড়ে দেয় ৮ মাস পূর্বে ।তার পর থেকে জসিম নানাভাবে আমার ছেলেকে হুমকি দিয়ে আসছে ও টাকা দাবি করে আসছে ।একটা ছেলে চাকুরি ছাড়ার ৫ মাস পর কিভাবে জসিম তার কাছে টাকা দাবি করতে পারে ।আমি এর সঠিক বিচার চাই ।

অভিযোগের ব্যপারে জসিম উদ্দিনের বক্তব্যের জন্য একাধিকবার ফোন করা হলেও সে রিসিভি করেন নি ।

অভিযোগের সত্যতা নিশ্চিত কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আমি অবশ্যই ব্যাপারটির খোঁজ নিব ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন