ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর মহাসড়কের পাশে আগমুন্দিয়া গ্রামের রাস্থা দেখলে যে কারো চোখ কপালে উঠবে।৫’শ মিটার কাঁচা রাস্থার কারনে যেন থমকে আছে সব কিছু । শীক্ষার্থীদের বিদ্যালয় বা কলেজে যাতায়াত বা স্থানীয় কৃষকদের মাঠ থেকে ফসল আনা-নেওয়া সবই হয় এ রাস্থা ব্যবহার করে ।অথচ বৃষ্টি মৌসুমে বোঝার উপায় নেই এ রাস্থা ব্যবহার করে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া গ্রামের শতাধিক পরিবার যাতায়াত করে ।বৃষ্টি মৌসুমে রাস্থাটি দেখলে মনে হবে এখানে ধান চাষ করার জন্য জমি প্রস্তুত করা হয়েছে ।অথচ এ রাস্থাটি গ্রামবাসির মুল সড়কে উঠার একমাত্র রাস্থা।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন জানান ,আমার জন্মের পর থেকে দেখে আসছি রাস্থাটির এ অবস্থা ।সামান্য বৃষ্টি হলেই চলাচল করা যায় না ।শহরে যেতে বা মাঠ থেকে ফসল আনতে যে কষ্ট হয় বলে বোঝানো যাবে না ।
একই গ্রামের শরিফুল ইসলাম জানান ,দীর্ঘদিন রাস্থাটি এ অবস্থায় পড়ে আছে ।রাস্থাটি পিচ বা ম্যাকাডম হলে গ্রামবাসি উপকৃত হত।
রায়গ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল গনি জানান ,আমার ওয়ার্ডের এ রাস্থাটি মুলত কৃষি কাজের জন্য অনেক গুরুত্বপূর্ন ।কেননা এ রাস্থা দিয়েই গ্রামবাসি মাঠের ফসল ঘরে আনে ।আমি ইতিমধ্যে রাস্থাটি নিমার্নের ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলী হোসেন ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জানিয়েছি ।তারা রাস্থাটি নির্মান করে দেওয়ার কথা বলেছে ।
রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু বলেন ,গ্রামের এ রাস্থাটি কাচা রয়েছে ।স্থানীয়দের অসুবিধার কথা চিন্তা করে দ্রæত রাস্থাটি নির্মান করা হবে ।