হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ প্রদান করলেন ইউএনও

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

‌‌‌কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হয়ে পড়া এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সোনালী ব্যাংক কর্তৃক সি এস আর এর আওতায় প্রস্তাবিত ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে সুবিধা ভোগীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ৩৯ জনকে ২০০০ টাকা করে মোট ৭৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।

১১ আগস্ট বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার মহৎপুর কল্যাণ সংস্থার আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হয়ে পড়া ২০ ব্যক্তির মাঝে প্রত্যেকের ২০০০ টাকা করে ৪০ হাজার টাকা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

মহৎপুর কল্যাণ সংস্থার উপদেষ্টা ও কুশুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলুর সভাপতিত্বে ও কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহৎপুর কল্যাণ সংস্থার উপদেষ্টা সাবেক জনতা ব্যাংকের অফিসার আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন মহৎপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোখলেসুর রহমান সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান কোষাধ্যক্ষ শহীদ হোসেন প্রমুখ।

পরে বেলা সাড়ে ১২টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রকল্প অফিসের ব্যবস্থাপনায় উপজেলা মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৯ টি পরিবারের মাঝে ২০০০ টাকা করে ৩৮ হাজার টাকা প্রদান করেন । করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হয়ে পড়া ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এই টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও ইউপি সদস্য আলাউদ্দীন সোহেল ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন