কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট-এর বাস্তবায়নে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম দিবসে, আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর অ্যাম্বাসেডর ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু।
কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলার সুজনের সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম ,পিস অ্যাম্বাসেডর সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল ,উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ও সাবেক অ্যাম্বাস্যাডার ইলা দেবী মল্লিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর ,কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কনিকা সরকার ,যুব ফোরামের মোস্তাফিজুর রহমান, সুশীলন এর হিসাব রক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার ,দি হাঙ্গার প্রজেক্ট-এর উপজেলা সমন্বয়কারী আনিসুর রহমান আনিস প্রমূখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি বাবর আলী সরদার ,রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কনিকা সরকার ,বক্তারা বলেন মহাত্মা গান্ধী যে শান্তির বাণী দিয়েছিলেন তা আজ বিশ্বে চির স্মরণীয় হয়ে আছে।
২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস পালনের মধ্য দিয়ে সকলের মধ্যে শান্তি ,সম্প্রীতি ও সৌহার্দ্য আন্তরিকভাবে প্রতিফলনের জন্য এবং জাগরণের জন্য এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে।
মহাত্মা গান্ধী বলেছিলেন, অহিংসা প্রথম নীতি হলো সকল অমর্যাদা কে প্রত্যাখ্যান করা। এবং নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায়না ষপরে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয় ষঅনুষ্ঠানে কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ সদস্যবৃন্দ ,শিক্ষক, সাংবাদিক ,কবি-সাহিত্যিক ,শিল্পী ,এনজিও প্রতিনিধি ,সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
