হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলায় কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্সবিহীন) বেসরকারি হাসপাতাল/ ক্লিনিক /ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর চিঠি দিয়েছেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।
এই তালিকায় কালিগঞ্জ উপজেলার নলতায় অবৈধভাবে পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, খয়রুন্নেসা ডায়াগনস্টিক সেন্টার, ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস এবং আলোর দিশা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের নাম উঠে এসেছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর পাঠানো গত ২১ জানুয়ারি স্বাঃ/অধিঃ/হাসঃ/লাইসেন্স প্রদান সংক্রান্ত ২০২৩/ ৬৬ স্মারকে বলা হয়েছে যে সাতক্ষীরা জেলায় অবস্থিত অনিবন্ধিত লাইসেন্স বিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্যাদি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরন করা হলো।