হোম অন্যান্যসারাদেশ কালিয়ায় যুবক হত্যার ঘটনার চারদিন পর মামলা

কালিয়ায় যুবক হত্যার ঘটনার চারদিন পর মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ
নড়াইল অফিস :
ননড়াইলের কালিয়ায় রানা ফকির (২৫) হত্যার ঘটনার চারদিন পর থানায় মামলা হয়েছে। মামলায় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মুন্নুকে ৫৩ নম্বর আসামি করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে রানার মা কহিনুর বেগম বাদী হয়ে ৭১ জনকে আসামি করে নড়াগাতি থানায় এ মামলা করেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কলাবাড়িয়া ইউনিয়নের মূলখানা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে  সংঘর্ষে রানা খুন হন। নিহত রানা ওই গ্রামের ফায়েক ফকিরের ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের  অন্তত  ১২জন আহত হন। ওই সংঘর্ষে পর দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ওই অস্ত্র উদ্ধারের ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শনিবার রাতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের  ১৪ জনকে আটক করা হয়েছিল। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পঠানো হয়। মামলায় তাঁর একজন এজাহার নামিয় আসামি। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন