নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় দুই প্রতারককে একমাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১০আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হুদা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের নিকট মেয়ের মরণাপন্ন মিথ্যা অসুখের কথা বলে আর্থিক সাহায্য চায়।
তাদের দু’জনের আচার-আচারণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের একপয্যায় তারা মোটর সাইকেলযোগে বিভিন্ন জায়গায় এভাবেই প্রতারণা করে অসছিল বলে স্বীকার করে। তখন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো.নাজমুল হুদা তাৎক্ষনিক আদালত বসিয়ে দুই প্রতারককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। তারা হলো,খুলনার-খালিশপুর-১৭হাউজিং এস্টেটের মৃত ইসমাইল হোসেনের ছেলে আ.মান্নান(৬০) ও ইসরাফিল হোসেনের ছেলে বাবুল বখতিয়ার(৪০)। তাদের কালিয়া থানা পুলিশ নড়াইল কারাগারে প্রেরণ করেছে।