নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় ইট বোঝাই ট্রলির নীচে পিষ্ঠ হয়ে রুবেল মোল্যা (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
এসময় তাঁর শ্যালক রাসেল মারাত্মক আহত হয়েছে। আহত রাসেল বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড় নামকস্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার চাদপুর গ্রামের মৃত আক্কাস মোল্যার ছেলে এবং সৌদি প্রবাসি। গত ১৫ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রুবেল তার শ্যালক রাসেলকে নিয়ে মটরসাইকেল যোগে চাাঁদপুর গ্রামের বাড়িতে যাচ্ছিল। কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে পৌঁছলে কালিয়া থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলসহ তাদেরকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হয় এবং তাঁর সাথে থাকা শ্যালক খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের মাসুদ মোল্যার ছেলে মো. রাসেল মোল্যা (১৮) আহত হন। তাকে প্রথমে কালিয়া হাসপাতালে আনা হলে অবস্থা আংশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।