নড়াইল অফিস :
নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চাচুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মো. লুৎফার রহমান মোল্যাকে (৬৫) হত্যাচেষ্টার ঘটনায় ৩জন আটক। চাচুড়ী ইউপির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ ৩ জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। ঘটনার পর থেকে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতদেরকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লুৎফার রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার নিজ বাড়ি থেকে ডেঙ্গু অক্রান্ত হয়ে মৃত্যু বরনকারি নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিশ্বাসের নামাজে জানাজায় অংশ নেয়ার জন্য নড়াইল শহরে উদ্দেশ্যে রওনা হন। কালিয়া-নড়াইল সড়কের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে একদল সশস্ত্র দূবৃত্তরা তার উপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কুপিয়ে আহত করে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত ওই নেতাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও আশংকা জনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কালিয়া থানা পুলিশ গত বৃহস্পতিবার দিনে ও রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাচুড়ী ইউপির চেয়ারম্যন মো. সিরাজুল ইসলাম হিরক (৫০), ওই ইউনিয়নের বনগ্রামের মৃত তবিবর রহমান মোল্যার ছেলে হায়াতুর মোল্যা (৫০) ও আজাদ হোসেন মুন্সির ছেলে সোহেল মুন্সিকে (৩৫) আটক করেছে।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ওই চেয়ারম্যানসহ ৩ জনকে আটক করে শুক্রবার নড়াইল আদালতে পাঠানো হয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
