মোস্তফা কামাল:
নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা, দেশীয় তৈরি অস্ত্র রামদা,জিআই পাইপ, নগদ টাকা ও ৭টি মোবাইলসহ ৬ জনকে আটক করেছে কালিয়া অস্থায়ী সেনাকাম্পের সদস্যরা।
বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালী ও খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন,চোরখালী শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল মোল্লা (৩০), খাসিয়াল গ্রামের জমির উদ্দিন এর ছেলে আকবর উদ্দিন ও হাসমত বিশ্বাস (৩০),নাঈম বিশ্বাস (২০), হাসমত বিশ্বাসের স্ত্রী বিনা বেগম, পুঠিমারী গ্রামের আকাশ।
সেনাবাহিনী জানায়, খাসিয়াল -জয়নগর এলাকায় নিয়মিত টহল চলাকালে পুটিমারী বাজারের পাশে একটি স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ একজন চোরকে আটক করে গ্রামবাসী।পরবর্তীতে সেনাবাহিনী কাছে হস্তান্তর করে।
সেনাবাহিনীর জিজ্ঞাসাদে আকাশ জানায় চুরি করা টাকা দিয়ে সে নিয়মিত মাদক সেবন করে এবং তার দেয়া তথ্য মতে মাদক ব্যবসায়ী আকবরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা , ৮০ গ্রাম গাঁজা এবং চারটি দেশীয় অস্ত্র এবং নগদ ৩৩,২০০টাকাউদ্ধার করতে হয়। তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে রফিকুল নামে এক ডিলারের কাছ থেকে এই সকল মাদক সংগ্রহ করে বলে স্বীকার করে। মাদক ব্যবসায়ী আকবর ও তার স্ত্রী এবং ২ সহযোগীকে আটক করা হয়।
পরবর্তীতে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী আকবরকে নিয়ে চোরখালীতে রফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান করে ৫ পিস ইয়াবা, নগদ ২১হাজার টাকা এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদেরকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,কালিয়া সেনা ক্যাম্পে থেকে ৬ জন আসামি নড়াগাতী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।