হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ হাসপাতালে ফ্রি অক্সিজেন সিলেন্ডার প্রদান করেছেন নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

মানবতার কল্যানে ফ্রি অক্সিজেন স্যালেন্ডার ও ঔষধ সামগ্রী বিতরণ করলেন কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোবাইটি। নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটি ঢাকার উদ্যোগে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে কালিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

সিলেন্ডার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ হাসপাতালের আরএমও ডাঃ গোলাম মোস্তফা, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমেন, নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি ঢাকা সদস্য মাজহারুল আনোয়ার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সহকারী শিক্ষক মিজানুর রহমান ও সাইফুল ইসলাম, প্রমুখ।

নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটির ঢাকার উদ্যোগে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি, নলতা আহছানিয়া মিশন চক্ষু হাসপাতালে ৩টি, নলতা হাসপাতালে ২টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও ১০ টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হবে বলে জানান সোসাইটি কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন