কালিঘঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা সাইকো সোশ্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে পিস কনসর্টিয়াম প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে মনোসামাজিক সহায়তা কমিটির উপজেলা সভাপতি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু‘র সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ তৌহিদুজ্জামান তৌহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সাইকো সোশ্যাল কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বাবী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য শেখ রফিকুল বারী রফু, বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, দৈনিক দৃষ্টিপাত ব্যুরো প্রধান আশেক মেহেদী সদস্য ইলাদেবী মল্লিক, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, কনিকা সরকার, রূপান্তরের উপজেলা কো-অর্ডিনেটর মিনহাজুল ইসলাম প্রমুখ।
পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় রূপান্তর সার্বিক ব্যবস্থাপনায় উগ্রপন্থা প্রতিরোধে করণীয় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে পিস ক্লাব গঠনসহ এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের সমন্বয়ে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দশটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে এলাকার তরুণ-যুবকদের সমন্বয় এ পিস ক্লাব এর মাধ্যমে সামাজিক শান্তি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যচর্চা খেলাধুলা অনুষ্ঠানের মাধ্যমে জাগ্রত করা।
s