জাহাঙ্গীর আলম কালিগঞ্জ :
সাতক্ষীরা কালিগঞ্জের রতনপুর সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ০৯ই জুলাই বৃহঃবার সকাল ১১ টায় বিদ্যালয়ের এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিভাবক সমাবেশে কাঠুরিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুরত আলী,
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও রতনপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, শ্যামনগর মহসিন কলেজের সহকারী অধ্যাপক ও ভুরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকাত আলী,দাতা সদস্য ইউপি সদস্য মাছুম বিল্লাহ সুজন,স্কুলের শুভাকাঙ্ক্ষী নজির আহমেদ, জোবেদ আলী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, মুড়াগাছা স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রহমান, হাফিজুর রহমান সহ অন্যান্য অভিবাবক বৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে উপস্হিত সকলে স্কুলের সুষ্ঠ পরিবেশ বজায় রেখে শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করার জন্য শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান।।