হোম খুলনাসাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে পরিবহন -ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত-২

কালিগঞ্জ মহাসড়কে পরিবহন -ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত-২

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঢাকা গামী জয় পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ১ টি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার সময় শ্যামনগর – কালীগঞ্জ মহাসড়কের নতুন হাট দুদলি নামক স্থানে। গুরুতর আহতরা হলো সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের রাশেদের পুত্র ট্রাক ডাইভার বাবু (৩০) ও একই গ্রামের গোলাম রব্বানীর পুত্র হেলপার আসাদুল ইসলাম(২৮)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ হাসপাতাল পরে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই সময় দুর্ঘটনায় কবলিত বাস এবং ট্রাক ২ টিকে আটক করে থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঢাকা গামী ঢাকা মেট্রো ব -১৫ -৯৯৯২ নং যাত্রীবাহী জয় পরিবহন ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর থেকে ছেড়ে আসার সময় দুদলি নতুন হাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক হতে বগুড়া থেকে ছেড়ে আসা যশোর- ড- ১১- ০৪২০ নং আলু বোঝাই দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঐ সময় স্থানীয়রা দ্রুত থানায় খবর দিলে থানা হতে অফিসার ইনচার্জ শাহীন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ছাড়া দুর্ঘটনা কবলিত পরিবহন ও ট্রাক পুলিশ হেফাজতে নিলেও পরিবহনের ড্রাইভার এবং হেল্পার পালিয়ে যায়। তবে যাত্রীদের আহতর কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন