কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাঠি আবিদ হত্যা মামলার প্রধান আসামী সাবিনা খাতুন এর ভাই পুলিশ সদস্য আরিফ হোসেন(২৬) কে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশ স‚ত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাত্রে আবিদ হোসেন বাবু কে হত্যা করে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। মামলার প্রধান আসামি তার স্ত্রী ছাবিনা খাতুন গত ৪ নভেম্বর স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছিলো।
তারি স্বীকারোক্তিম‚লক জবানবন্দি পরিপ্রেক্ষিতে ৪ নভেম্বর বুধবার রাত আনুমানি ২ টায় কালিগঞ্জ থানা পুলিশ মাগুরা জেলার সালিকা থানা এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মাগুরা জেলার শালিখা থানা পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন বলেন, এই ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।