কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
প্রথিতযশা সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাণুরাগী, কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মদ (বাংলা স্যার) এর ৮ম মৃত্যুবাষির্কী পালন উপলক্ষে স্মরণসভা, মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ আগষ্ট বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ মহা বিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, পুর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিঃ সদস্য প্রভাসক মনিরুজ্জামান মহসিন, সাংবাদিক তানভীর আহম্মেদ উজ্জ্বল, শাওন আহম্মদ সোহাগ প্রমুখ।
অধ্যক্ষ তমিজ উদ্দীন স্মরণে স্থানীয় কবিদের লেখা কবিতা পাঠ করেন, চারণ কবি বাবুর আলী সরদার, আলাউদ্দীন। পরিশেষে অধ্যক্ষ তমিজউদ্দীন আহম্মদ সহ প্রয়াত আলহাজ্ব ইসরাইল গাজী, গাজী সাঈদ হোসেন, আব্দুল করিম, আব্দুল আজিজ, রাধাপদ সরকার, আলহাজ্ব মহিউদ্দীন আহম্মদ, এসএম মঈনুল হাসান বাচ্চু’র জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওঃ শেখ আব্দুল গফুর ও স্মরণসভা শেষে মোনাজাত পরিচালনা করেণ নলতা শরীফ কেন্দ্রীয় আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ রমিজ উদ্দীন।
স্মরন সভার পুর্বে বেলা ১২ টায় অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মদ এর কবর জিয়ারত করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ সন্মানিত সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২০১৪ সালের ১৫ আগষ্ট স্ট্রোকজনীত কারণে শ্রদ্ধেয় স্যার অসুস্থ্য হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে ১৯ আগষ্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।