কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমান গনি স্যার আর নেই। ২৫ ডিসেম্বর শুক্রবার তিনি যশোরের একটি বেসরকারি ক্লিনিকে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মৃতকালে তিনি ৬ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহরমের ছেলে কাজল জানান, তার পিতা ও মাতা গত সপ্তাহে উপজেলার ছনকা গ্রাম থেকে যশোরে কাজলের বাসায় যান। সেখানে যেয়ে গত সোমবার অসুস্থ হয়ে পড়লে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে তার পিতা মারা যান। যশোর থেকে শুক্রবার রাত ৮ টায় রওনা দিয়ে রাত ১১ টায় তারা পিতার লাশ নিয়ে গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার ছনকা গ্রামে নিয়ে আসেন। মরহুমের জানাজার নামাজ শনিবার যোহরের নামাজের পর ছনকা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শিক্ষক ওসমান গনির মৃত্যুতে তার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা নামাজে স্কুল কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুধী বৃন্দ অংশগ্রহন করেন।
অবসপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুর খবর শুনে ছাত্র কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ অন্যান্যরা তার বাড়িতে দেখতে যান এবং গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও শিক্ষক ওসমান গনির মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ বন্ধু কল্যাণ সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
