হোম খুলনাসাতক্ষীরা কালিগঞ্জ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ১৭ বি,জি,বি অধিনায়কের সঙ্গে মতবিনয় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ১৭ বি,জি,বি অধিনায়কের সঙ্গে মতবিনয় সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সারা দেশের ন্যায় গত ৫ আগস্টের পর হতে চলমান পরিস্থিতি নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক( তদন্ত)ইদ্রিসুর রহমানের উপস্থিতিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেটেন্যান্ট কর্নেল সানভীর হাসান মজুমদার বলেন দেশ রক্ষার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যম কর্মীদের গুরুত্ব অপরিসীম। তাই গত ৫ আগস্টের পর হতে বর্তমান চলমান সহিংসতা বন্ধের জন্য প্রচার প্রচারণা এবং সঠিক তথ্য তুলে ধরে আইন শৃঙ্খলা কারী রক্ষাকারী বাহিনীর সাহায্য করার অনুরোধ জানান। যাতে করে আমাদের দেশের নাগরিকরা তাদের জানমালের ক্ষতি হতে রক্ষা পায়। খুব তাড়াতাড়ি আমরা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবো। থানার কার্যক্রম চালু না করতে পারলে সাধারণ জনগণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। আশা করি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে সঠিক দিকনির্দেশনা দিলে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সেবার জন্য কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আপনারা জাতির বিবেক তাই আমরা সম্মিলিত সহায়তায় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফিরিয়ে এনে দেব এই প্রত্যাশা আপনাদের কাছে। যে দেশে থাকবে না কোন হানাহানি রাহাজানি মানুষ মারার প্রতিযোগিতা। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন সবাই একযোগে কাজ করি। আশা করি আজ থেকে আর এই উপজেলায় কোন প্রকার ভাঙচুর, লুটপাট হানাহানি না হয় হলে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে সাংবাদিক হাফিজুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ বাহার, ফজলুর রহমান, তপন মন্ডল, অনাথ কুমার মন্ডল সহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন